বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, শরীর, মন ঠিক রাখতে খেলাধুলার বিকল্প নেই। বাংলাদেশ ব্যাংকের প্রত্যক শাখা অফিসের জন্য খেলার মাঠ করা হবে। সোমবার রংপুর স্টেডিয়ামে আন্তঃব্যাংক ফুটবল টুনামের্ন্ট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।গভর্নর বলেন, শরীর ঠিক থাকলে মন ঠিক থাকবে। মন ঠিক থাকলে শরীর ঠিক থাকবে। শরীর ঠিক থাকলে ব্যাংকিং খাত ঠিক থাকবে। খেলাধুলা করলে কাজের স্পৃহা বাড়ে। আর এজন্য বাংলাদেশ ব্যাংকের প্রত্যক শাখা অফিসের জন্য আলাদা আলাদা মাঠ নির্মাণ করা হবে বলে ঘোষণা দেন তিনি।তিনি বলেন, আমাদের অর্থের অভাব নেই। আপনারা জায়গা দেখেন, মাঠ নির্মাণে সব ধরনের সহয়তা দেয়া হবে।বাংলাদেশ ব্যাংক আন্তঃব্যাংক দ্বিতীয় গভর্নর টুনামেন্টে ৯টি দল অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, রংপুর অফিসের মহাব্যবস্থাপক খুরশিদ আলম, রংপুর ব্যাংক ক্লাবের সভাপতি লুৎফর রহমানসহ ঊধ্বর্তন কর্মকর্তারা।উল্লেখ্য, তিন দিনের সফরে ২৪ অক্টোবর শনিবার থেকে দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলা নীলফামারী, রংপুর, পঞ্চগড়, জয়পুরহাট ও বগুড়া সফর করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এ সময় সদ্য বিলুপ্ত ছিটমহল পরিদর্শন, ১০ টাকার হিসাবের বিপরীতে ঋণ বিতরণ, কৃষি কর্মসংস্থান মেলার উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।এসআই/জেডএ্ইচ/পিআর
Advertisement