আন্তর্জাতিক

শরণার্থীদের জন্য একলাখ আশ্রয়স্থল হচ্ছে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বলকান রাষ্ট্রগুলোর মধ্যে শরণার্থীদের জন্য আরো এক লাখ আশ্রয়স্থলের ব্যবস্থা করা হচ্ছে। রোববার ব্রাসেলসে ইইউ ও বলকান রাষ্ট্রগুলোর শরণার্থী ইস্যুতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর আলজাজিরার।শরণার্থীদের চাপ সামলাতে ইইউভুক্ত ১১টি ও তিনটি বলকান রাষ্ট্র জরুরি বৈঠকে বসে। এরপরেই ইউরোপীয় ইউনিয়ন এ তথ্য জানিয়েছে। ব্রাসেলস বৈঠকের পর ইইউ প্রেসিডেন্ট জ্যাঁ ক্লদ জ্যাঁকার, গ্রিসে ৫০ হাজার ও বলকান রাষ্ট্রগুলোতে ৫০ হাজার আশ্রয়স্থল নির্মাণ করা হবে। এতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সহায়তা করবে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি শরণার্থীর ঢল সামাল দিতে ইউরোপের বিভিন্ন দেশের উদ্বেগের মধ্যে শরণার্থীদের আশ্রয়ের ব্যবস্থা করার ঘোষণা দেয়া হলো। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, ইউরোপের জন্য এটি একটি বড় পরীক্ষা, ইইউ যার মুখোমুখি কখনোই হয়নি।ইইউর প্রেসিডেন্ট জ্যাঁ ক্লদ বলেছেন, আমরা এটা খুব স্পষ্ট করেই বলছি শরণার্থীদের স্রোত অবশ্যই বন্ধ করতে হবে। বৈঠকে স্লোভেনিয়ায় শরণার্থীদের সহায়তার জন্য আগামী এক সপ্তাহের মধ্যে চার শ` পুলিশ মোতায়েন করা হবে। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত বলকান রাষ্ট্রগুলোর মধ্য দিয়ে ইউরোপে অন্তত আড়াই লাখ শরণার্থী প্রবেশ করেছে। এছাড়া শনিবার ক্রোয়েশিয়ায় অন্তত সাড়ে ১১ হাজার শরণার্থী প্রবেশ করেছে।এসআইএস/পিআর

Advertisement