প্রবাস

 সৌদিতে করোনা আক্রান্ত ২ লাখ ছাড়াল

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় ৪১৯৩ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। ফলে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ এক হাজার ৮০১ জনে।

Advertisement

এক জরিপের বরাত দিয়ে প্রথম লকডাউনের সময় দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, তার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার থেকে ২ লাখ পর্যন্ত ছাড়াতে পারে, আজ তার সেই উক্তির সত্যতা প্রমাণিত হলো।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৫০ জনের মৃত্যু হয়েছে।ফলে সর্বমোট মৃত্যুর সংখ্যা ১৮০২ জনে দাঁড়িয়েছে।২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৪৫ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৪০৬১৪ জন।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশটি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫৯৩৮৫ জন।এরমধ্যে আশংকাজনক অবস্থায় রয়েছেন ২২৯১ জন।

Advertisement

আক্রান্ত অঞ্চলের মধ্যে দাম্মাম ৪৩১, হুফোপ ৩৯৯, রিয়াদ ৩৮৩, তায়েফ ৩০৬, আল মুবারাজ ২৭৯, মক্কা মুকাররমা ২১০, জেদ্দা ১৬৯, কাতিপ ১৬৮, আল খোবার ১৩৬  মদিনা মুনাওয়ারা ৯২, হাপের আল বাতেন ৯৩, জাহারান ৮৩, বুরাইদা ৭৯, তাবুক ৭০, জুবাইল ৬৫, নাজরান ৬১, আবহা ৬০, উনাইজা ৫৮ এবং খামিস মুশাইতে ৫৬ জন রয়েছেন।

এএইচ