আইন-আদালত

৪০ বিচারকসহ ২২১ জন করোনায় আক্রান্ত

সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টসহ সারাদেশে ২২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অধস্তন আদালতের ৪০ বিচারক ও ১৩৬ কর্মচারী এবং সুপ্রিম কোর্টের ৪৫ কর্মচারী রয়েছেন।

Advertisement

শুক্রবার (৩ জুলাই) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত বিচারকদের মধ্যে একজন মারা গেছেন। ১৭ জন সুস্থ হয়েছেন। একজন হাসপাতালে ও ২১ জন বিচারক নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

গত ২২ মে নেত্রকোনার জেলা ও দায়রা জজ শাহাজাহান কবির এবং মুন্সীগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমান প্রথম করোনায় আক্রান্ত হন। তারা এখন সুস্থ আছেন।

Advertisement

করোনায় আক্রান্ত বিচারক ও কর্মচারীদের সঙ্গে সুপ্রিম কোর্ট থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং সব সময় প্রধান বিচারপতিকে অবহিত করা হচ্ছে।

 

এফএইচ/এএইচ