দেশজুড়ে

সিলেট বিভাগে আক্রান্ত ৫ হাজার ছুঁইছুঁই, জেলায় শনাক্ত আরও ৬৪

সিলেটে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার (২ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

Advertisement

রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বৃহস্পতিবার ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, নতুন আক্রান্তদের সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলায় ১৭ জন, কানাইঘাট, গোয়াইনঘাট ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় চারজন করে এবং কোম্পানীগঞ্জ উপজেলার দুজন রয়েছেন।

এছাড়া সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার একজন, কমলগঞ্জের একজন, সুনামগঞ্জের ছাতক উপজেলার একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।

Advertisement

এদিকে বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে সিলেট ও সুনামগঞ্জ জেলার ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, ল্যাবে বৃহস্পতিবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৫ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ৩০ জন ও সুনামগঞ্জের ২৫ জন রয়েছেন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বাংলাদেশে ধরা পড়ে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনা ধরা পড়ে গত ৫ এপ্রিল। সবশেষ বৃহস্পতিবার সিলেটের ৬৪ জন নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চার হাজার ৯৫০ জন। এর মধ্যে সিলেট জেলায় দুই হাজার ৬৮৯ জন, সুনামগঞ্জে এক হাজার ৩৯, হবিগঞ্জে ৭২২ এবং মৌলভীবাজারে ৫০০ জন। হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ১০১, সুনামগঞ্জে ৫২, হবিগঞ্জে ৬৪ এবং মৌলভীবাজারে ১৩ জন।

সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন এক হাজার ৪৮৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৫৬, সুনামগঞ্জে ৫২৮, হবিগঞ্জে ২৪৭ এবং মৌলভীবাজারে ২৫৬ জন।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৭৯ জন। এরমধ্যে সিলেটে ৬২ জন, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে সাতজন এবং হবিগঞ্জে ছয়জন। এছাড়া এ বিভাগে ৮৩ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনা পরিস্থিতি নিয়ে দেশের ২৫টি গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণ করে বৃহস্পতিবার নতুন প্রতিবেদনে বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও) জানায়, সিলেট বিভাগে এ পর্যন্ত ৮৩ জন মারা গেছেন।

ছামির মাহমুদ/বিএ