জাতীয়

ডেনমার্কে শারদীয় দুর্গোৎসব পালিত

বাংলার ঋতুচক্রে যখন শরতের আগমন ঘটে, তখন এই শরতেই মর্ত্যে আসেন দেবী দুর্গা। কৈলাস ছেড়ে প্রতি বছর তিনি মর্ত্যে আসেন বাবার বাড়িতে কন্যারূপে। তার সঙ্গে আসেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গনেশ। দেবাদিদেব শিবও বাদ যান না। দুষ্টের দমন আর শিষ্টের পালনে দুর্গতনাশিনীর আগমন আনন্দে বিহ্বল সারা পৃথিবীর হিন্দু সম্প্রদায়ের মতো ডেনমার্কের কোপেনহেগেনের সনাতনী হিন্দু সম্প্রদায়ও। এখানে পাশাপাশি সুইডেনের মাল্মো শহরের সনাতন সম্প্রদায়ের প্রবাসীরা যোগ দেন।বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ আয়োজনে ডেনমার্কে উদযাপিত হলো সনাতনী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কোপেনহেগেনের হিন্দু সম্প্রদায়ের সংগঠন বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েসান-এর উদ্যোগে আয়োজিত দুর্গাপূজার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শাস্ত্রীয়মতে পূজার্চনা, অঞ্জলি, আরতি নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ।মহাদশমীর দিন বিহিত পূজা সমাপন, দর্পণ বিসর্জন, মন্ত্রপাঠ, অঞ্জলি প্রদান, ধান-দূর্বা-মিষ্টি আর আবীর দিয়ে দেবীকে বিদায় জানিয়েছেন ভক্তরা। হিন্দু রমনীরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। বিদায় বেলায় বেজেছে ঢাক-ঢোল-কাঁসার বাদ্য, উলুধ্বনিতে মুখরিত হয়েছে সংঘ প্রাঙ্গণ। ভক্তদের চোখের জলে ভাসিয়ে সপরিবারে মর্ত্যলোকে চলে গেলেন দেবী দুর্গা।সনাতন হিন্দু ধর্মাম্বলিদের বিশিস্ট নাগরিক সুশান্ত দে, ননী গোপাল দাশ, সুভাষ ঘোষ, টিকলু দাশ, হরেন্দ্র নাথ ঘোষ, সামি দাশ ও দীপঙ্কর পালের সার্বিক তত্ত্বাবধানে ২০১২ সাল থেকে কোপেনহেগেন শহরে দুর্গাপূজা পালিত হয়ে আসছে।শারদীয় দুর্গোৎসবের মঞ্চসজ্জা ছিল বেশ নান্দনিক। সাংস্কৃতিক অনুষ্ঠানে নতুন প্রজন্মের শিশু ও কিশোর-কিশোরীদের নৃত্য অনুষ্ঠান ছিল বেশ মনোগ্রাহী। বিপুল সংখ্যক প্রবাসী সনাতনী হিন্দু সম্প্রদায়ের লোকজন তিন দিনব্যাপি এই দুর্গোৎসবে অংশ নেন।হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়াসহ আওয়ামী লীগের ফাহমিদ আল মাহিদ, আবু সাইদ রবিন, হিল্লোল বড়ুয়া প্রমুখ।বিএ

Advertisement