জাতীয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এ অর্জনকে ধরে রেখে ক্ষুধা দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে প্রতিষ্ঠা করতে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।রোববার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত বিশ্ব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সাফল্যগাঁথার স্থিরচিত্র নিয়ে ‘তোমার কীর্তি মোদের গর্ব’ শীর্ষক সংবাদ চিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ সব কথা বলেন।শিরীন শারমিন চৌধুরী বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ আজ সারাবিশ্বে ‘রোল মডেল’। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান অত্যন্ত সুদৃঢ় উল্লেখ করে তিনি বলেন, মাতৃমৃত্যু হার হ্রাস, শিশুমৃত্যু হার হ্রাস, নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা নিশ্চিতকরণের ক্ষেত্রে বাংলাদেশ অনেকদূর অগ্রসর হয়েছে।তিনি এমডিজি পরবর্তী এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল) অর্জনেও সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। স্পিকার বলেন, জনগণের চাহিদা পূরণ ও দেশের উন্নয়ন ঘটিয়ে রূপকল্প- ২০২১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।তিনি বলেন, সারাবিশ্ব থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনের স্বীকৃতি এসেছে। তার অর্জনকে এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে সকলের কাছে তুলে ধরতে যুবলীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের প্রতি তিনি আহ্বান জানান।যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মোর্শেদ আলমসহ কেন্দ্রীয় ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। স্পিকার ‘তোমার কীর্তি মোদের গর্ব’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনীর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।বিএ

Advertisement