প্রবাস

অস্ট্রেলিয়ায় করোনায় আক্রান্ত প্রথম বাংলাদেশি

অস্ট্রেলিয়ার সিডনিতে এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটে গত ১১ জুন মেলবোর্নে আসেন। আর মেলবোর্নেই ১৪ দিন কোয়ারেন্টাইন শেষ করে সিডনি ফেরেন গত ২৬ জুন।

Advertisement

জানা গেছে, তিনি সিডনিতে পৌঁছে ২৮ ও ২৯ জুন কর্মরত ছিলেন। বেলমেইন উলওয়ার্থস সুপার মার্কেটের কর্মস্থলে তিনি অসুস্থ বোধ করলে সহকর্মীরা করোনাভাইরাস পরীক্ষা করার জন্য পরামর্শ দিয়ে তাকে বাসায় পাঠিয়ে দেন। পরে পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসায় তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত ব্যক্তির সম্ভাব্য সংস্পর্শে আসা কর্মক্ষেত্রের ৫০ জন সহকর্মীকে বাধ্যতামূলক কোয়ারেন্টিন করে রাখা হয়েছে। আর এইদিকে, উলওয়ার্থস সুপার মার্কেটেকে নতুন করে হাইজেনিক করে তোলা হয়েছে।

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে সংক্রমণের হার বাড়ছে। বিশেষ করে ভিক্টোরিয়ায় সংক্রমণের সংখ্যা ঊর্ধ্বমুখী। অস্ট্রেলিয়াতে এখন পর্যন্ত প্রায় আট হাজারের মতো সংক্রমিত হয়েছে ও ঘরে ফিরেছে ৭০৯০ জন। মারা গেছে ১০৪ জন। দেশটির অন্যান্য স্টেটে সংক্রমণ সংখ্যা বর্তমানে শূন্যে রয়েছে।

Advertisement

এমআরএম/জেআইএম