প্রবাস

করোনায় শরণার্থী বৃদ্ধির আশঙ্কা জার্মানিতে

জার্মানির উন্নয়ন মন্ত্রী গ্যের্ড ম্যুলার বুধবার বলেছেন, করোনা সংক্রমণের প্রকোপ বাড়তে থাকায় দেশে নতুন করে বাড়তে পারে শরণার্থী সংখ্যাও। উন্নয়নশীল দেশগুলি থেকেই শরণার্থীদের ঢল নতুন করে নামতে পারে জার্মানিতে, এমন আশঙ্কা করছেন উন্নয়নমন্ত্রী গ্যের্ড ম্যুলার।

Advertisement

এর সমাধান হিসেবে তিনি তিন বিলিয়ন ইউরো (প্রায় ২৯ হাজার কোটি টাকা) মূল্যের সাহায্য প্যাকেজ ঘোষণা করেন, যা যাবে উন্নয়নশীল দেশগুলির করোনা মোকাবিলা খাতে।

এ বিষয়ে তিনি বলেন, ‘ইউরোপে আমরা করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে পারলেও বিশ্বের অন্যান্য জায়গায় এই সমস্যা সর্বগ্রাসী আকার ধারণ করেছে। আমাদের চিন্তা এটাই যে, সেই সমস্ত দেশে সংক্রমণের সর্বোচ্চ পর্যায় এখনো আসেনি’।

যদি এই সমস্যাকে সমূলে বিনাশ না করা হয়, তাহলে তা নতুন করে জার্মানির জন্য শরণার্থী সংকট সংকট সৃষ্টি করতে পারে বলেও মনে করেন ম্যুলার। ‘আমাদের করোনা মোকাবিলায় সমস্ত প্রচেষ্টা অর্থহীন হয়ে যাবে এমনটা হলে’ বলেন তিনি।

Advertisement

তার মতে, সমস্যার কারণ হয়ে উঠতে পারে ইয়েমেন, ইরাক ও ইথিওপিয়ার মতো দেশ। ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের সভাপতিত্বের দায়িত্ব ১ জুলাই থেকে এসেছে জার্মানির হাতে। দায়িত্বপ্রাপ্তির প্রথম দিনেই আফ্রিকার জন্য ৫০ বিলিয়ন ইউরোর প্যাকেজ ঘোষণা করেছেন ম্যুলার। ডিডাব্লিউ

এমআরএম/এমকেএইচ