লাইফস্টাইল

মসুর ডালের কাবাব তৈরির রেসিপি

কাবাব খেতে ভালোবাসেন নিশ্চয়ই? তবে ঝামেলার ভয়ে অনেকে কাবাব তৈরি থেকে দূরে থাকেন। খুব সহজেই যদি সুস্বাদু কোনো কাবাব তৈরি করা যায়, তবে কেমন হয়! আজ চলুন জেনে নেয়া যাক তেমনই সহজ একটি রেসিপি মসুর ডালের কাবাব-

Advertisement

মসুর ডাল- ১ কাপপানি- ২ কাপপেয়াজ কুচি- বড় ১টিরসুন বাটা- ১ চা চামচসরিষার তেল- ২ চা চামচহলুদ গুঁড়া- আধা চা চামচ মরিচ গুড়া- এক চিমটিকাবাব মসলা- ১ চা চামচলবণ- স্বাদ অনুযায়ীশুকনো মরিচ- ৩টি (ভেজে গুঁড়া করা)ধনে পাতা কুচি- পরিমাণমতোডিম- ১টিব্রেড ক্রাম- পরিমাণমতোসয়াবিন তেল- ভাজার জন্য।

প্রণালি:প্রথমে ডাল ভিজিয়ে রাখতে হবে ৩০ মিনিট। পরে ভালো করে ধুয়ে এর মধ্যে ২ কাপ পানি, পেঁয়াজ কুচি ১টির অর্ধেক (বাকি অর্ধেক পরে মাখানোর সময় দিতে হবে), রসুন বাটা, সরিষার তেল, কাবাব মসলা বা চটপটি মসলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে রান্না করতে হবে।

পানি শুকিয়ে ডাল সেদ্ধ হয়ে শুকিয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে এর সাথে পেয়াজ কুচি, শুকনো মরিচ, ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মাখাতে হবে। পরে কাবাবের আকৃতি দিয়ে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম লাগিয়ে ফ্রিজে ১০/১৫ মিনিট রেখে ডুবো তেলে ভেজে নিন। বেশিক্ষণ ভাজতে হবে না, কারণ ডাল আগে থেকেই সেদ্ধ করা। মুচমুচে হলেই নামিয়ে নিন।

Advertisement

এইচএন/জেআইএম