খেলাধুলা

দুবাই টেস্টে জয় পেতে পাকিস্তানের দরকার ৭ উইকেট

ইউনুস খানের ৩১তম টেস্ট শতকে ইংল্যান্ডকে বিশাল লক্ষ্য দিয়েছে পাকিস্তান। দিন শেষে এখনো ৩৬০ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। ৪৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৩০ রান। সিরিজে এগিয়ে যেতে শেষ দিন পাকিস্তানের চাই সাত উইকেট আর ইংল্যান্ডের চাই ৩৬১ রান।রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৩ উইকেটে ২২২ রান নিয়ে খেলতে নামে পাকিস্তান। শুরুতেই অধিনায়ক মিসবাহ-উল-হক ফিরে গেলেও পঞ্চম উইকেটে আসাদ শফিকের সঙ্গে ১১৩ রানের জুটি গড়ে চাপ সামলে নেন ইউনুস খান।এদিন ইউনুস তুলে নেন তার ক্যারিয়ারের ৩১তম শতক। ২১১ বলের ইনিংসটি ১৩টি চারের সাহায্যে ১১৮ রান করেন এই ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে এটি ইউনুসের ১২তম শতক।ইউনুসের বিদায়ের পর ৭৯ রান করে মঈনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন শফিক। শফিকের বিদায়ের সঙ্গে ৬ উইকেটে ৩৫৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান।৪৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ ওভারের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় ইংল্যান্ড। মঈন আলিকে ফেরান পেসার ইমরান খান। আর অধিনায়ক কুককে ফিরিয়ে দেন ইয়াসির শাহ। কুকের বিদায়ের পর ইয়ান বেলকে সঙ্গে নিয়ে ১০২ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন রুট।তবে জুলফিকার বাবর রুটকে সাজঘরে ফেরালে জমে ওঠে দুবাই টেস্ট। শেষ পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৩০ রান।আরটি/বিএ

Advertisement