জাতীয়

করোনায় আরও দুই চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দু’জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তারা হলেন- হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ ওয়াহাব ও আল রাজি হাসপাতালের সাবেক পরিচালক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রুহুল আমিন।

Advertisement

জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে বুধবার (১ জুলাই) দিবাগত রাত ১২টা ২০মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মৃত্যুবরণ করেন অধ্যাপক ডা. এম এ ওয়াহাব। তিনি হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের বেশ কয়েকবার ভারপ্রাপ্ত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। অধ্যাপক ডা. এম এ ওয়াহাব বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সহ-সভাপতি ছিলেন।

এদিকে রাজধানীর আজগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক ডা. রুহুল আমিন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এমইউ/এফআর/এমকেএইচ

Advertisement