চাঁদপুরের হাইমচর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে আলগী বাজারের ব্যবসায়ী মো. মফিজ মিয়াজির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বুধবার (১ জুলাই) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
Advertisement
হাইমচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন বলেন, করোনা উপসর্গ থাকায় গত ২৭ জুন মো. মফিজ মিয়াজির নমুনা সংগ্রহ করা হয়। তার রিপোর্ট আসে তিনদিন পর গতকাল ১ জুলাই। বৃহস্পতিবার সকালে তাকে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার নতুন করে আরো ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩২ জন, হাইমচরে ২ জন, মতলব দক্ষিণে ৪ জন, ফরিদগঞ্জে ৯ জন ও হাজীগঞ্জে ৫ জন।
এ নিয়ে চাঁদপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭১ জন। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩২৮ জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।
Advertisement
চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, বৃহস্পতিবার ৮৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫২টি রিপোর্ট করোনা পজিটিভ। বাকি ৩৬টি নেগেটিভ।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৯৭১ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩৮৪ জন, মতলব দক্ষিণে ১০৫ জন, শাহরাস্তিতে ১০১ জন, ফরিদগঞ্জে ৯৮ জন, হাজীগঞ্জে ৯৭ জন, হাইমচরে ৭৫ জন, মতলব উত্তরে ৬৮ জন ও কচুয়ায় ৪৩ জন। জেলায় মোট ৬০ জন মৃতের মধ্যে চাঁদপুর সদরে ১৭ জন, হাজীগঞ্জে ১৬ জন, মতলব উত্তরে ৮ জন, ফরিদগঞ্জে ৭ জন, কচুয়ায় ৫ জন, শাহরাস্তিতে ৪ জন ও মতলব দক্ষিণে ৩ জন।
এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩৬৪ জন। ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৩২ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩২ জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৬৯৩৭ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৫৮৩ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৩৫৪ জন।
ইকরাম চৌধুরী/এফএ/জেআইএম
Advertisement