করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে ইতালি থেকে বাংলাদেশে এসে আটকে পড়া আরও ২৭৬ প্রবাসী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ইতালি ফিরে গেছেন। এ নিয়ে বিমানের পাঁচ ফ্লাইটে মোট এক হাজার ৩৭২ প্রবাসী ইতালিতে গেছেন।
Advertisement
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে বিমানের ওই চার্টার্ড ফ্লাইট ২৭৬ বাংলাদেশিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে উড়াল দেয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ইতালিতে রেসিডেন্ট পারমিটধারী বাংলাদেশি নাগরিকরা বিশেষ ফ্লাইটে সেদেশে যেতে পারছেন। তারা ঢাকায় ইতালি দূতাবাস নির্ধারিত ডায়াগনস্টিক সেন্টার থেকে করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গেছেন।
Advertisement
এআর/এইচএ/পিআর