ইতালিতে ভেনিস বাংলা স্কুলের আয়োজনে শুরু হতে যাচ্ছে বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২০। প্রতিবছরের ন্যায় এই বছর ও এই টুর্নামেন্টে ভেনিস পাদোভা মনফলকনসহ অন্যান্য শহর থেকে বেশ কিছু দল অংশগ্রহণ করবে।
Advertisement
গত তিনবার এনটিএস এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়। এই বছর এই নামে কোনো দল গঠন না করে ভৈরব ক্রিকেট একাদশ নামে দল গঠন করে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বলে জানালেন টিম ম্যানেজার সুলেমান হোসাইন।
স্থানীয় বিসমিল্লাহ রেস্টুরেন্টে ভৈরব ক্রিকেট একাদশের খেলোয়ার ও টিম ম্যানেজমেন্টের সাথে জড়িতদেরকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে দলের নাম ভৈরব ক্রিকেট একাদশ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন ভৈরব সমিতির সভাপতি সুলেমান হোসাইন, সেলিম জাভেদ, সাদাত হোসেন, সোহাগ মিয়া, রতন মিয়া, আপন স্বাধীন, পিন্টু হোসেন, রাশেদ মিয়া। খেলোয়ারদের মধ্য উপস্থিত ছিলেন রিয়াদ, রাহিম, শাহ আলম, রিজন, জিসান, হিমেল, আরিফ, নিজাম,সাবুর, সোয়া , লিখন, সেতু , শ্যামল, ফরহাদ, মুরাদ, আসার, আরমান প্রমুখ।
Advertisement
এনএফ/পিআর