জাতীয়

হোসনি দালানে বিস্ফোরণের ঘটনার তদন্ত করবে ডিবি

রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানে বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দুপুরে চকবাজার থানার উপ-পরিশদর্শক (এসআই) জালাল উদ্দিন বাদি হয়ে এ মামলা দায়ের করেন। পরবর্তিতে অধিকতর তদন্তের জন্য মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম বলেন, হোসনি দালানের মামলা অধিকতর তদন্তের জন্য ডিবি দক্ষিণের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবি আনুষ্ঠানিকভাবে এ মামলা পাওয়ার পর আলামত সংগ্রহ করতে আবারও ঘটনাস্থলে যেতে পারে। এর আগে নিরাপত্তা বিষয়ে হোসনি দালান কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করে পুলিশ। এসময় হোসনি দালানের বাইরে কাঁটাতারের বেড়া ও একটি ডিজিটাল ফটক করার পরামর্শ দেয় পুলিশ। পরামর্শ অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানায় হোসনি দালান কর্তৃপক্ষ। এআর/একে/এমএস

Advertisement