দেশজুড়ে

পটুয়াখালীতে করোনা কেড়েছে ২১ জনের প্রাণ

পটুয়াখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাফিজ (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হলো।

Advertisement

বুধবার (১ জুলাই) রাতে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলার চরকুড়িপাইকা এলাকার বাসিন্দা হাফিজ (৪০) করোনা আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (৩০ জুন) তার মৃত্যুর পর নমুনা নেয়া হয়েছিল। বুধবার (১ জুলাই) রাতে আইইডিসিআর থেকে প্রাপ্ত ফলাফলে তিনি আক্রান্ত বলে জানা গেছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন আক্রান্ত হয়েছেন। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৩১ জন। এর মধ্যে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে ৫ জনসহ মোট ৮৮ জন বাড়ি ফিরেছেন।

Advertisement

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর