করোনাভাইরাসের বিস্তার রোধে কলম্বিয়ায় জারি করা হয়েছে কারফিউ। সেই নির্দেশনা অমান্য করে পার্টি করায় ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন দেশটির এক মেয়র।
Advertisement
জানা যায়, কারফিউয়ের মধ্যেই উত্তরাঞ্চলীয় আটলান্টিকো রাজ্যের উয়ান ডে অ্যাকোস্টা শহরের মেয়র কার্লোস হিগিনসের ছেলেসহ তিনজন ‘ফাদারস ডে’ উপলক্ষে পার্টি করেছিলেন। নিয়ম ভেঙে সেখানে বিক্রি হচ্ছিল অ্যালকোহলও।
এটি জানতে পেরে মেয়র হিগিনস তার ছেলে, ভাগ্নে এবং তাদের এক বন্ধুকে নিজেই পুলিশ স্টেশনে নিয়ে যান। আইনভঙ্গকারীদেরকে উচিত সাজা দেয়ার জন্য পুলিশ কর্মকর্তাদেরকে অনুরোধও করেন তিনি।
এ বিষয়ে এক টুইটে মেয়র লিখেছেন, ‘আমার স্বজনদেরই সবার আগে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমি তাদের আমার গ্রামবাসীদের জীবন ঝুঁকিতে ফেলতে দেব না।’
Advertisement
স্থানীয় অধিবাসীরা যেন আইন মেনে চলেন সেই দৃষ্টান্ত স্থাপন করতেই নিজের ছেলেকে পুলিশে দিয়েছেন কার্লোস হিগিনস। লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোর মতো কলম্বিয়াতেও দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস। সেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৫ হাজারের বেশি মানুষ। মারা গেছেন অন্তত ৩ হাজার ৩০০ জন।
সূত্র: বিবিসিকেএএ/