করোনার এই সংকটময় মুহূর্তে বিভিন্ন হাসপাতাল এবং সরকারি-বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
Advertisement
বুধবার (১ জুলাই) এ বাহিনীতে করোনা আক্রান্তের সংখ্যা সাতশ ছাড়িয়েছে। সারাদেশের তুলনায় রাজধানীতে আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি।
এমতাবস্থায় করোনাকালে সম্মুখভাগে দায়িত্ব পালনকারী সব সদস্যকে পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রীসহ, নিরাপদ দূরত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে এ বাহিনীতে আক্রান্ত হয়েছে ৯ জন। এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭০৫ সদস্য।
Advertisement
আক্রান্তের মধ্যে রয়েছেন কর্মকর্তা সাতজন, ব্যাটালিয়ন আনসার ২২৯, মহিলা আনসার তিন, সাধারণ আনসার ৪৩৫, কর্মচারী পাঁচ, ভিডিপি সদস্য তিন, ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী সাত, বিশেষ আনসার চার, উপজেলা প্রশিক্ষক তিন, উপজেলা প্রশিক্ষিকা দুই, হিল আনসার চার এবং উপজেলা তিন আনসার কোম্পানি কমান্ডার।
এরমধ্যে ঢাকায় ৪৩২ এবং ঢাকার বাইরে ২৭৩ সদস্য আক্রান্ত হয়েছেন।
তবে বাহিনীতে সুস্থতার সংখ্যাও উল্লেখযোগ্য সংখ্যক। এ পর্যন্ত দুই কর্মকর্তাসহ মোট ৩৮৫ সদস্য সুস্থ হয়েছেন। সুস্থতার হার প্রায় ৫৫ শতাংশ। সুস্থ সদস্যরা কর্মক্ষেত্রে যোগদান করেছেন।
এ বাহিনীর বিভিন্ন থানা, ক্যাম্প, হোটেল ও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৪৭ জন। করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭০ সদস্য। এছাড়া বাহিনীর তিন সদস্য করোনায় মারা গেছেন।
Advertisement
জেইউ/এএইচ/এমএস