ব্রাজিলের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নাম ঘোষণার মাত্র পাঁচদিনের মাথায় দায়িত্বগ্রহণে অস্বীকৃতি জানালেন কার্লোস ডেকোতেল্লি। বায়োডাটায় অসঙ্গতি থাকার কারণে তিনি এ দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
Advertisement
গত বৃহস্পতিবারই নতুন শিক্ষামন্ত্রী হিসেবে ডেকোতেল্লির নাম ঘোষণা করেছিলেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। সেসময় নতুন মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার ভূয়সী প্রশংসা করেন বোলসোনারো। জানা যায়, ডেকোতেল্লির বায়োডাটায় ডক্টরেট ও পোস্ট-ডক্টরেট কার্যক্রমের কথা উল্লেখ থাকলেও তার কোনোটাই সম্পূর্ণ হয়নি। তবে, এ অসঙ্গতির কথা প্রেসিডেন্টকে জানিয়েছিলেন বলে দাবি করেছেন কার্লোস ডেকোতেল্লি।
তার বিরুদ্ধে মাস্টার্স ডিগ্রি থিসিসেও প্রতারণার অভিযোগ রয়েছে। যদিও তিনি তা অস্বীকার করেছেন।
ডেকোতেল্লি স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন না এবং মঙ্গলবার তার শপথ অনুষ্ঠানও হয়নি।
Advertisement
এ ঘটনায় এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি প্রেসিডেন্ট অফিস।
সূত্র: রয়টার্সকেএএ/