রাজধানীসহ সারাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালের ৬৯ শতাংশ বেডে রোগী নেই। বেড ফাঁকা থাকলেও করোনাভাইরাসে আক্রান্ত কিংবা সন্দেহভাজন রোগীরা ভর্তি হতে পারছেন না হাসপাতালে।
Advertisement
ভুক্তভোগীদের অভিযোগ, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ও নার্সসহ সকলেই নানা প্রশ্নবাণে জর্জরিত করেন। একই সঙ্গে হাসপাতালে ভর্তি হতে নিরুৎসাহিত করেন তারা। তীব্র শ্বাসকষ্ট না থাকলে হাসপাতালে ভর্তি না করিয়ে বরং বাসায় থেকে চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়ে বিদায় দেন তারা।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের ৮টি বিভাগে ১৪ হাজার ৭৫০টি সাধারণ বেড ও ৩৭৪টি আইসিইউসহ সর্বমোট ১৫ হাজার ১২৪টি করোনা চিকিৎসার বেড রয়েছে। এর মধ্যে সাধারণ বেডে ৪ হাজার ৫৩৯ জন এবং আইসিইউ বেডে ২০৪ জনসহ ৪ হাজার ৭৪৩টি বেডে রোগী ভর্তি রয়েছেন। অর্থাৎ ৩১ শতাংশ বেডে রোগী ভর্তি আছেন। আর ৬৯ শতাংশই ফাঁকা পড়ে আছে।
সূত্র আরও জানায়, ১৪ হাজার ৭৫০টি সাধারণ বেডের মধ্যে ঢাকা মহানগরীতে ৬ হাজার ৭৫টি, ঢাকায় ১ হাজার ৮২৮ টি, ময়মনসিংহে ৪৮০টি, চট্টগ্রাম মহানগরীতে ৭৬৭ টি, চট্টগ্রামে ১ হাজার ৭০৩টি, রাজশাহীতে ১ হাজার ৬২০টি, রংপুরে ৭৬২টি, খুলনায় ৭২৫টি, বরিশাল ৪৪৩টি এবং সিলেটে ৩৯৭টি বেড রয়েছে। আর ৩৭৪টি আইসিইউ বেডের মধ্যে ঢাকা মহানগরীতে ১৩০টি, ঢাকায় ১৭টি, ময়মনসিংহে ৩৮টি, চট্টগ্রাম মহানগরীতে ৭টি, চট্টগ্রামে ১৫টি, রাজশাহীতে ১৫টি, রংপুরে ১৮টি, খুলনায় ২৪টি এবং বরিশালে ৯টি বেড রয়েছে।
Advertisement
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালের সাধারণ বেডে চিকিৎসাধীন ৪ হাজার ৫৩৯ জন রোগীর মধ্যে ঢাকা মহানগরীতে ২ হাজার ২৮১ জন, ঢাকায় ১ হাজার ৮২৮ জন,ময়মনসিংহে ৮৯ জন, চট্টগ্রাম মহানগরীতে ৩৯৫ জন, চট্টগ্রামে ৫২০ জন, রাজশাহীতে ১৯৫ জন, রংপুরে ৮৯ জন, খুলনায় ২১৯ জন, বরিশাল ২২৩ জন এবং সিলেটে ১৬০ জন রোগী ভর্তি রয়েছেন।
আর দেশে এখন ২০৪টি আইসিইউতে রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ১০৮ জন, ঢাকায় ১৪ জন, চট্টগ্রাম মহানগরীতে ২০ জন, চট্টগ্রামে ২১ জন, রাজশাহীতে ১১ জন, রংপুরের ৪ জন, খুলনায় ৮ জন, বরিশালে ১০ জন এবং সিলেট বিভাগে ৮ জন আইসিইউতে ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৪৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং ৭২৭ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
ভর্তিকৃত রোগীদের মধ্যে ঢাকা মহানগরীতে ২৬৫, ঢাকায় ৩৩,ময়মনসিংহে ৭ , চট্টগ্রাম মহানগরীতে ৪২, চট্টগ্রামে ৬৬, রাজশাহীতে ৭০, রংপুরে ৭, খুলনায় ১৩, বরিশাল ৩৬ এবং সিলেটে ৮ জন।
Advertisement
গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীতে ২৯২, ঢাকায় ৪১,ময়মনসিংহে ২৬ , চট্টগ্রাম মহানগরীতে ৫৬, চট্টগ্রামে ৯৮, রাজশাহীতে ৩৬, রংপুরে ৫, খুলনায় ৭৭, বরিশাল ৭২ এবং সিলেটে ২৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
দেশে বর্তমানে ৩৩৩টি ভেন্টিলেটর, ১১ হাজার ১০৮টি অক্সিজেন সিলিন্ডার, ১০৪টি হাই ফ্লো নেজল ক্যানোলা এবং ৯৮টি অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে।
করোনা রোগীদের হাসপাতালে ভর্তির সুবিধার্থে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে দেশের আইসিইউ ও জেনারেল বেডে রোগী ভর্তি ও খালি থাকার পরিসংখ্যান তুলে ধরা হয়। একই সঙ্গে ভেন্টিলেটর ও অক্সিজেন সিলিন্ডারের তথ্যও এ হেলথ বুলেটিনে তুলে ধরে স্বাস্থ্য অধিদফতর। এছাড়াও যেকোনো রোগের পরামর্শের জন্য স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুমে যোগাযোগ করতে বলা হয়।
এমইউ/এমএফ/এমএস