গণমাধ্যম

ক্র্যাবের উদ্যোগে নারী ও শিশু অধিকার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)’র উদ্যোগে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ‘নারী ও শিশু অধিকার’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সেগুনবাগিচাস্থ বাগিচা রেস্টুরেন্টে ক্র্যাব সদস্যদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় ক্র্যাব সভাপতি ইসারফ হোসেন ইসা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, অর্থ সম্পাদক সহিদুল ইসলাম রানা, প্রশিক্ষণ ও গবেষনা সম্পাদক এম.এম. বাদশাহ্, ক্রীড়া ও সাংকৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাবু, কার্যনির্বাহী কমিটির সদস্য আসাদুজ্জামান বিকুসহ ক্র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পরিচালক তাওহীদা খন্দকার, প্রকল্প কর্মকর্তা ফাহমিদা আক্তার, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মরিয়ম নেছা, মহিলা আইনজীবী সমিতির টেকনিক্যাল অফিসার শাহআলম উপস্থিত ছিলেন।কর্মশালায় ক্র্যাব নেতৃবৃন্দ বলেন, এই কর্মশালার মাধ্যমে ক্রাইম রিপোর্টারদের কাজ আরো গতীশীল হবে। নারী ও শিশু অধিকার রক্ষায় প্রতিবেদন লিখতে এই কর্মশালা খুবই গুরুত্ব বহন করে বলে জানান তারা। ভবিষ্যতে নারী শিশু অধিকার বিষয়ক ফেলোশিপের আয়োজনের বিষয়ে মহিলা আইনজীবী সমিতি ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, আগামীতে আরো কয়েকটি প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ নিয়েছে ক্র্যাব কর্তৃপক্ষ।  এমইউ/এসএইচএস/এমএস

Advertisement