আইন-আদালত

করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বারের আরেক সদস্যের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য (সদস্য নং ১৫১৬) অ্যাডভোকেট মো.হুমায়ুন কবির ভুইয়া (৫০)।

Advertisement

হুমায়ুন কবিরের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি রাজধানীর তেজগাঁও এর পূর্ব নাখালপাড়ায় বসবাস করতেন।

মঙ্গলবার (৩০ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা আইনজীবী সমিতির দফতর সম্পাদক এইচ এম মাসুম।

তিনি বলেন, হুমায়ুন কবির ২০০১ সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি পূর্ব নাখালপাড়ায় বসবাস করতেন। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

Advertisement

জেএ/এএইচ/এমএস