ভ্রমণ

গাজীপুরের আনন্দ রিসোর্ট

নামের সঙ্গেই জড়িয়ে আছে সব আনন্দ। আনন্দ উপভোগের সব উপাদানই রয়েছে এখানে। বলছিলাম গাজীপুরের কালিয়াকৈরের ‘আনন্দ রিসোর্ট’র কথা। চলুন না, বন্ধুরা মিলে ঘুরে আসি একদিন। অবস্থান: গাজীপুর জেলার কালিয়াকৈরের সিনাবহের তালতলি এলাকায় আনন্দ রিসোর্ট অবস্থিত।৪২ বিঘা উঁচু-নিচু টিলাভূমিতে গড়ে তোলা হয়েছে এ রিসোর্ট। বৈশিষ্ট্য: এখানে সরাসরি বিল থেকে মাছ শিকার করা যায়। এছাড়া রয়েছে ছোটদের খেলার নানা উপকরণ। একটি সুইমিং রয়েছে। বিভিন্ন প্রজাতির ফলজ গাছ ও ৬টি কটেজ রয়েছে এখানে।কীভাবে যাবেন: নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসে করে গাজীপুরের চৌরাস্তা হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উঠতে হবে। এই মহাসড়ক ধরে সফিপুর বাজার যেতে হবে। সেখান থেকে ২ কিলোমিটার উত্তরে সিনাবহ বাজারের পাশেই এ রিসোর্ট।ভাড়া: কটেজগুলোর প্রতিকক্ষ ২৪ ঘণ্টার ভাড়া ৩ হাজার থেকে ১০ হাজার টাকা। পিকনিক বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া পড়বে ৭০ হাজার থেকে ১ লাখ টাকা।এসইউ/আরআইপি

Advertisement