দেশজুড়ে

করোনাভাইরাস : ঝিনাইদহে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আব্দুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

Advertisement

মৃত আব্দুর রহমান ওই উপজেলার হেলাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। গত কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুলতান আহমেদ।

ডা. সুলতান আহমেদ বলেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে আব্দুর রহমান হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে, ঝিনাইদহে মঙ্গলবার নতুন করে আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১৯৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।

Advertisement

আব্দুল্লাহ আল মাসুদ/এএম/পিআর