চলতি বছর নভেম্বরেই শুরু হচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠদানসহ একাডেমিক কার্যক্রম। নিজস্ব অবকাঠামোগত স্থাপনা নির্মাণ না হওয়া পর্যন্ত শহরের রাণী দয়াময়ী উচ্চবিদ্যালয়ে পরিচালিত হবে বিশ্বদ্যিালয়টির অস্থায়ী ক্যাম্পাস। এছাড়া রাঙামাটিতে লোডশেডিং এড়াতে শহরে স্থাপন করা হচ্ছে বিদ্যুতের একটি সাবস্টেশন। রোববার অনুষ্ঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এসব তথ্য জানানো হয়েছে।সকালে পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা জেলার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এ জেলার উন্নয়নের স্বার্থে পরিষদের মাসিক ও সমন্বয় সভায় সংশ্লিষ্ট সবার উপস্থিতি নিশ্চিত করতে হবে। স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে নির্বাহী প্রধানদের সভায় নিয়মিত উপস্থিত থেকে মতামত ও পরামর্শ দিতে হবে। সবার সহযোগিতা ও সঠিক পরামর্শের মাধ্যমে জেলায় বসবারত মানুষের সামগ্রিক উন্নয়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পদক্ষেপ নিতে হবে । সভা পরিচালনা করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন। সভায় রাঙামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক মো. তানভীর আজম ছিদ্দিকী, পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ, পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমাসহ বিভিন্ন দফতর ও বিভাগের নির্বাহী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. তানভীর ছিদ্দিকী বলেন, সম্প্রতি অনুষ্ঠিত হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে স্বাভাবিক আইনশৃংখলা পরিস্থিতি বজায় রাখতে জেলা প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে। ফলে পূজো উৎযাপিত হয়েছে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারেনি।সুশীল প্রসাদ চাকমা/ এমএএস/এমএস
Advertisement