দেশজুড়ে

লালমনিরহাটে ক্ষেতমজুর সমিতির জেলা সম্মেলন

কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির লালমনিরহাট জেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকেলে হাতীবান্ধা উপজেলা মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনের শুরুতে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে সংগঠনের নেতাকর্মীরা। এরপর সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা সভাপতি কমরেড সিরাজুল ইসলাম খান।কমরেড মোজ্জাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রিয় কমিটির সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, সিপিবির লালমনিরহাট জেলা সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সিপিবির হাতীবান্ধা উপজেলা শাখার সাম্পাদক কমরেড ইলিয়াস বসুনিয়া পবন, আব্দুর রউফ, ছাত্র ইউনিয়ন নেতা রমিজা খাতুন, নবীন চন্দ্র প্রমুখ।বক্তারা বলেন, মানুষের অধিকার আদায়ে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি সংগ্রাম করে যাচ্ছে। এজন্য তারা সরকারকে অবিলম্বে পল্লী রেশন চালু করে প্রতি কেজি চাল-আটা ৫ টাকা, তেল-ডাল ৩০ টাকা, চিনি-কেরোসিন তেল-লবন ১৫ টাকা দরে সরবরাহের আহ্বান জানান। এছাড়াও কর্মসৃজন কর্মসূচি, কাবিখা. কাবিটা, ভিজিডি, ভিজিএফ, বয়স্ক-দুস্থ মাতা ভাতা, বিধবা ভাতা, টিআর, জিআরসহ বিভিন্ন গ্রামীণ প্রকল্পে দুর্নীতি-লুটপাট- দলীয়করণ বন্ধের দাবি তুলেন তারা। সকল উপজেলায় মজুরি বাড়িয়ে একশত দিনের কর্মসূচি পুনরায় চালু করার দাবি জানিয়েছে বক্তারা।রবিউল হাসান/এমএএস/এমএস

Advertisement