করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ময়মনসিংহে করোনায় মোট ২২ জনের মৃত্যু হলো।
Advertisement
ময়মনসিংহ করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন নগরীর নওমহল এলাকার ব্যবসায়ী স্বপন কুমার দে (৫৫) ও মুক্তাগাছা উপজেলার প্রতাপ কর (৭০)।
সোমবার (২৯ জুন) তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম।
ডা. জাকিউল ইসলাম বলেন, ২৭ জুন হৃদরোগের সমস্যা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন প্রতাপ কর। পরদিন করোনা পরীক্ষা করলে তার পজিটিভ ধরা পড়ে। রোববার (২৮ জুন) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সোমবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Advertisement
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম বলেন, ময়মনসিংহ নগরীর নওমহল এলাকার ব্যবসায়ী স্বপন কুমার দে ২৩ জুন করোনায় আক্রান্ত হয়ে নগরীর এসকে হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিভিল সার্জন আরও বলেন, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৭৭ জন। এর মধ্যে বাড়িতে চিকিৎসাধীন ৯৬২ জন। হাসপাতালে আছেন ৭৫ জন। সুস্থ হয়েছেন ৭১০ জন। করোনায় মৃত্যু হয়েছে ২২ জনের।
এএম/পিআর
Advertisement