করোনাভাইরাস পরীক্ষার জন্য সরকার নির্ধারণ ফি বাতিলের দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টার দিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
Advertisement
নগরীর ফকির বাড়ি রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে এসে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে সমাবেশ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের জেলা আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন। সমাবেশ সঞ্চালনা করেন বাসদের জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।
এতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ ও সোনারগাঁ টেক্সটাইল মিলের শ্রমিক নেতা নুরুল হক।
Advertisement
সমাবেশে বাসদের জেলা আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন বলেন, দেশে একদিনে সর্বোচ্চ চার হাজার মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মহামারি আকারে বিস্তার ঘটেছে করোনার। এ অবস্থায় করোনাভাইরাস পরীক্ষার জন্য ফি নির্ধারণ করেছে সরকার। এতে সরকারের দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে। যেসব দেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে পেরেছে, সেসব দেশে ঘরে ঘরে গিয়ে বিনামূল্যে নমুনা সংগ্রহ ও পরীক্ষার ব্যবস্থা ছিল। আর আমাদের সরকার উল্টো পথে হাঁটছে।
ইমরান হাবিব রুম্মন বলেন, স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও লুটপাট চলছে। দেশের স্বাস্থ্যখাত ধ্বংসের পথে। সারা দেশের মতো বরিশালে পিসিআর ল্যাব, অক্সিজেনসহ করোনার কিটের সঙ্কট রয়েছে। এসব অব্যবস্থাপনার কারণে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। এজন্য অবিলম্বে করোনা পরীক্ষার ফি বাতিল ও রোগীদের সুচিকিৎসার দাবি জানাই।
প্রসঙ্গত, সরকারিভাবে করোনা পরীক্ষার ফি নির্ধারণ করে সোমবার পরিপত্র জারি করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। পরিপত্রে বলা হয়, বুথে গিয়ে নমুনা দিয়ে করোনায় পরীক্ষায় ২০০ টাকা লাগবে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নমুনা পরীক্ষার জন্যও লাগবে একই পরিমাণ টাকা। তবে বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানোর জন্য দিতে হবে ৫০০ টাকা।
সাইফ আমীন/এএম/এমএস
Advertisement