খেলাধুলা

নেগেটিভ রিপোর্টের অপেক্ষায় নাজমুল অপু ও তার বাবা-মা

নাফিস ইকবাল ও তার মা নুসরাত ইকবাল খানের মতোই প্রায় সুস্থ হয়ে উঠেছেন জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার নাজমুল অপু ও তার বাবা-মা। দু সপ্তাহের বেশি সময় পর এখন অনেকটাই সুস্থ জাতীয় দলের এ বাঁহাতি স্পিনার। তিনি একা নন, তার মা-বাবাও করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার পথে।

Advertisement

নারায়নগঞ্জের বন্দরে নিজ বাসায় আইসোলেশনে থাকা জাতীয় দলের এ বাঁহাতি স্পিনার আজ (মঙ্গলবার) জাগো নিউজের সঙ্গে মুঠোফোন আলাপে জানিয়েছেন, ‘আল্লাহর রহমতে আব্বা-আম্মাসহ আমি এখন অনেকটাই সুস্থ। সৃষ্টিকর্তার দয়ায় এখন আর কোন সমস্যা নেই। সব জটিলতা ও উপসর্গ কেটে গেছে। আমরা এখন মোটামুটি সুস্থ। তাই গতকাল করোনা টেস্ট করাতে নমুনা দিয়েছি। আশা করছি রিপোর্ট নেগেটিভ আসবে।’

উল্লেখ্য, জুনের ঠিক মাঝামাঝি করোনা পজিটিভ ধরা পড়ে নাজমুল অপুর। পাশাপাশি তার মা-বাবাও আক্রান্ত হন। সবাই নারায়নগঞ্জের বন্দরে নিজ বাড়িতে আইসোলেশনে থাকলেও, মাঝে তার বাবার একটু জটিলতা দেখা দিয়েছিল। হঠাৎ একদিন তার অক্সিজেন কমে গিয়েছিল। অবশ্য অতি দ্রুতই তা আবার স্বাভাবিক হয়ে যায়।

গত ২৫ জুন জাগো নিউজের সঙ্গে আলাপে নাজমুল অপু জানিয়েছিলেন, ক্রমেই সেড়ে উঠছেন তারা। তবে ঐ দিন তার মায়ের জ্বর এসেছিল। আর তার নিজের ও আব্বার এক-আধটু কাশি আর গলা ব্যথা ছিল। ৪ দিন পর এখন তিনজনই প্রায় শতভাগ সুস্থ। কারো কোন সমস্যা নেই, কোন উপসর্গও নেই এখন।

Advertisement

মুঠোফোন আলাপে নাজমুল অপু অনেকটাই চাঙা ফুরফুরে। তিনি বলেন, ‘এখন আল্লাহর রহমতে আমি অনেকটাই ভাল ও সুস্থ। কোন সমস্যা নেই। খানিক দূর্বলতা আছে। আর সব সমস্যাই ভাল হয়ে গেছে। সোমবার বাসা থেকে থেকে নমুনা নিয়ে গেছে। প্রথমে বলেছিল আজকে (মঙ্গলবার) রিপোর্ট দেবে। এখন যদি আজ নাও পাই, কাল রিপোর্ট দিয়ে দেবে। আশা করছি এখন সবারই নেগেটিভ আসবে।’

এআরবি/এসএস/পিআর