রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে ৬ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রোববার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কামরুজ্জামানের আদালতে মামলার বাদী পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাকের আংশিক সাক্ষ্যগ্রহণ করা হয়। শেষে আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাদীর সাক্ষ্যগ্রহণ মুলতবি করেছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী পিপি আব্দুল মালেক সাংবাদিকদের জানান, চাঞ্চল্যকর এ মামলা দ্রুত সময়ের মধ্যে নিস্পত্তি করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রোববার মামলার বাদী মিঠাপুকুর থানা পুলিশের উপপরিদর্শক আব্দুর রাজ্জাকসহ ৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেবার জন্য আসেন। এসময় বাদীর আংশিক সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবী মামলায় সাক্ষীদের জেরা করার ব্যাপারে তাদের প্রস্তুতি নেই জানিয়ে আদালতে সময়ের আবেদন জানালে বিজ্ঞ বিচারক আগামী ৫ নভেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। উল্লেখ্য, চলতি বছরের ১৩ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে বিএনপি ও জামায়াত জোটের অনিদির্ষ্টকালের অবরোধ কর্মসূচির সময় কুড়িগ্রামের উলিপুর থেকে ঢাকাগামী নাইট কোচ খলিল পরিবহন রংপুরের মিঠাপুকুর উপজেলার বাতাসন এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ৬ যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। এসময় অগ্নিদগ্ধ হয় অন্তত ২৫ জন।এ ঘটনায় জামায়াত শিবিরের ১৩২ জন আসামির নামে আদালতে চার্জশিট দাখিল করা হয়। বর্তমানে ৫১ জন আসামি কারাগারে রয়েছেন।জিত কবীর/এমএএস/আরআইপি
Advertisement