আইন-আদালত

আইনজীবীদের নিয়ে অতি উৎসাহী হবেন না : খন্দকার মাহবুব

আইনজীবীদের নিয়ে অতি উৎসাহী না হওয়ার জন্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রোববার বেলা পৌনে তিনটায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আইনজীবীদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, বিপদে পড়লে আপনারকেও আইনজীবীদের কাছে আসতে হবে। আপনারা অতি উৎসাহী হবেন না। আমরা ‘অফির্সাস অফ দ্য কোর্ট’। দীর্ঘদিন যাবত আমরা দেখছি যারা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে ডিফেন্স ল’ইয়ার তাদের হয়রানি করা হচ্ছে- যাতে ডিফেন্স মানসিকভাবে মামলায় সহযোগিতা করতে না পারে। তিনি আরো বলেন, ইতোমধ্যে আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও মাওলানা নিজামীর মামলা আপিল শুনানির জন্য দিন ঠিক করা হয়েছে। তাদের মামলার জুনিয়র আইনজীবী আসাদ উদ্দিন এবং শিশির মনির। জুনিয়ররা অনেক কষ্ট করে। বিশেষ করে শিশির মনির অত্যন্ত দক্ষভাবে সহযোগিতা করে থাকে। শিশির মনিরের বাসায় সাদা পোষাকধারী পুলিশ ‘হামলা’ করেছিল। ভাগ্য ভাল সে বাসায় ছিল না।খন্দকার মাহবুব আরো বলেন, আমরা সরকারের কাছে প্রস্তাব করছি যদি মানবতাবিরোধী মামলায় ডিফেন্স আইনজীবী না রাখতে চান বলুন। আমরা আইন অনুযায়ী সরে আসবো।আইন-শৃংখলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন, পেশাগত দায়িত্বের বা্ইরে গিয়ে অতি উৎসাহী না হয়ে দায়িত্ব পালন করুন। সরকার পরিবর্তন হয়। কোনো সরকারই স্থায়ী নয়। বিপদের সময় এই আইনজীবীরাই আপনাদের পাশে এসে দাঁড়ায়।মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের আসামিপক্ষের আইনজীবীদের আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরেই নানভাবে হয়রানি ও নির্যাতন করছে বলে অভিযোগ করেন খন্দকার মাহবুব।তিনি বলেন, ডিফেন্স টিমের দুইজন যোগ্য ও মেধাবী আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরকে হয়রানি ও আসাদ উদ্দিনকে অপহরণের করে আইন-শৃংখলাবাহিনী আবারো প্রমাণ করলো তারা আইনজীবীদের নানাভাবে হয়রানি করছে।সংবাদ সম্মেলনে সুপ্রিমকোর্ট বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম, সুপ্রিমকোর্ট বারের সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মো. চৌধুরী আলাল, সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাডভোকেট ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।এফএইচ/এসএইচএস/আরআইপি

Advertisement