দেশজুড়ে

কক্সবাজারে শিবিরের সভাপতি-সেক্রেটারিসহ আটক ৬

গোপন বৈঠককালে কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ শিবিরের সভাপতি-সেক্রেটারিসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে কলাতলি এলাকার হোটেল-মোটেল জোনের কোস্টাল পিচ নামক আবাসিক প্রতিষ্ঠানের হলরুম থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন, কক্সবাজার মেডিকেল কলেজ শিবির সভাপতি মামুন, সেক্রেটারি জুবায়ের ও শিবির নেতা তৌহিদ, নজরুল, বেলাল ও উখিয়ার শিবির নেতা মোতালেব। এ সময় তাদের কাছ থেকে রেটিনা কোচিং সেন্টারের লিফলেটসহ কিছু জিহাদি বইও উদ্ধার করা হয়েছে।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, দুপুরে গোপন বৈঠক চলাকালে শহরের হোটেল মোটেল জোনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। পুলিশ জানায়, কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ শিবিরের ওই নেতারা জামাতের সেক্রেটারি আলী আহসান মুজাহিদের রায়কে কেন্দ্র করে শহরে নাশকতার পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হচ্ছে। কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. অরূপ দত্ত বাপ্পী বলেন, পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে তৌহিদের মা ফোন দিয়ে তার ছেলেসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন। আমি অধ্যক্ষকে অবহিত করেছি। এ ব্যাপারে জানতে কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার দত্তের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি

Advertisement