প্রবাস

সৌদিতে আরও ৩৯৪৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪৮

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৪৩ জন। এ নিয়ে সৌদিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৮৬ হাজার ৪৩৬ জনে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৬৩ জন। আর মোট সুস্থ হয়েছেন ১ লাখ ২৭ হাজার ১১৮ জন ৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৪৮ জন। এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ১ হজার ৫৯৯জন।

সোমবার (২৯ জুন) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রে আরও জানায়, দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৫৭ হাজার ৭১৯ জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ২ হাজার ২৮৬ জন।

Advertisement

এর আগে গত ২৭ জুন দেশটিতে একদিনে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৩ হাজার ৯২৭ জন। আর এদিন মৃত্যু হয় ৩৭ জনের।

আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে হুফোফে ৪৩৩ জন, রিয়াদে ৩৬৩ জন, দাম্মামে ৩৫৭ জন , মক্কায় ২৬৩ জন, কাতিফে ২১৯ জন, জেদ্দায় ২১২ জন, , তায়েফে ২০৮ জন ,মুবারাজে ১৯৬ জন, মদিনা মুনাওয়ারায় ১৬৯ , আবহায় ১৬৬ জন,, খামিস মুশায়াতে ১৩৪ এবং আল-খোবারে ১০৩ জন । এ ছাড়াও আরও কিছু অঞ্চলেও আক্রান্তের খবর পাওয়া গেছে।

এমএফ/জেআইএম

Advertisement