দেশজুড়ে

গ্যাস সরবরাহের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

লক্ষ্মীপুরে গ্যাস সংকট ও নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা। রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।মানববন্ধনে বক্তারা জানায়, গত ৬ মাস ধরে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর, সমসেরাবাদ, আবিরনগর, লাহারকান্দি এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। সকাল ৬টার পর লাইনে গ্যাস থাকে না। রাত ১২টার দিকে আসে। এতে বাসা-বাড়িতে রান্নার কাজে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় শিশুদের না খেয়ে স্কুলে পাঠানোসহ পরিবারের সদস্যদের না খেয়ে দিন কাটাতে হয়। গ্যাস ব্যবহার না করেও মাস শেষে গ্রাহকদের বিল পরিশোধ করতে হয়। অনেকেই বাধ্য হয়ে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।কাজল কায়েস/এসএস/আরআইপি

Advertisement