যশোরের আদালতপাড়ায় হঠাৎ করেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যশোর জেলা প্রশাসকের কার্যালয়, কালেক্টরেট চত্বর এবং আদালত এলাকার নিরাপত্তা নিশ্চিতে কড়া পদক্ষেপ নেয়া হয়েছে। যদিও প্রশাসন থেকে বাড়তি নিরাপত্তামূলক পদক্ষেপের বিষয়টি এড়িয়ে এটিকে স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দাবি করা হয়েছে। রোববার কালেক্টরেট ও আদালত এলাকায় গিয়ে দেখা গেছে, গোটা এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। কালেক্টরেট ভবন এবং আদালত ভবনে প্রবেশের সবকটি গেট বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে সাধারণ মানুষ এবং বিচার প্রার্থীদের শরীর তল্লাশি করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। প্রশাসন ও আইনজীবীদের সূত্রে জানা গেছে, ঢাকায় আশুরার প্রস্তুতির সময় বোমা হামলা এবং তল্লাশির সময় পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের ঘটনার পর এ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক দাবি করেছেন, যশোরে বাড়তি কোন নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়নি। সব সময় যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে তাই নেয়া হয়েছে। মিলন রহমান/এসএস/আরআইপি
Advertisement