মাদারীপুরের কালকিনি পৌরসভার প্যানেল মেয়র মো. মেজবাউল হক (৪৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৯ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল-বিধান মোহাম্মদ সানাউল্লাহ।
Advertisement
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১৭ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন কালকিনি পৌরসভার প্যানেল মেয়র মো. মেজবাউল হক। নমুনা দেয়ার ১০ দিন পর রোববার (২৮ জুন) তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।
প্যানেল মেয়র মেজবাউল হক কালকিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার কর্মী-সমর্থকরা জানান, করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে মাঠে ছিলেন তিনি। এলাকায় তিনি ত্রাণ সহযোগিতা দিয়েছেন। সাধারণ মানুষের সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হয়েছেন প্যানেল মেয়র মেজবাউল হক।
কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল-বিধান মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বাসায় রেখে প্যানেল মেয়র মেজবাউল হকের চিকিৎসার ব্যবস্থা করেছি। তার শারীরিক অবস্থা ভালো। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়া হবে।
Advertisement
এ কে এম নাসিরুল হক/এএম/এমএস