দেশজুড়ে

বরিশাল মেডিকেলের করোনা ইউনিটে পুলিশ কর্মকর্তার মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মেজবাহ উদ্দিন (৫৪) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। মেজবাহ উদ্দিন পিরোজপুরের বাদুরা এলাকার মো. ফকরুলের ছেলে। তিনি বরগুনার আমতলী থানায় কর্মরত ছিলেন। এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন মেজবাহ উদ্দিন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, সোমবার বিকেল ৪টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় মেজবাহ উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির সময় রক্তে অক্সিজেনের পরিমাণ কম থাকায় তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল তার। ভর্তির পর তাকে অক্সিজেন দেয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ডা. বাকির হোসেন বলেন, মেজবাহ উদ্দিন করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।

Advertisement

বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, এসআই মেজবাহ উদ্দিন জেলা আর্মড পুলিশে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে আমতলী থানায় সংযুক্ত করা হয়েছিল। ২৬ জুন তিনি জ্বরে আক্রান্ত হন। ওই দিনই তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে স্বাস্থ্যের অবনতি হলে তাকে বরিশাল হাসপাতালে ২৮ জুন ভর্তি করা হয়। সোমবার তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে সেখানে তার মৃত্যু হয়।

সাইফ আমীন/এএম/জেআইএম