মাদারীপুরে নতুন করে আরও ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ১২ জন, রাজৈর উপজেলায় ১২ জন এবং শিবচর উপজেলায় পাঁচজন। আক্রান্তদের মধ্যে রাজৈর উপজেলার কমিউনিটি মেডিকেল অফিসার ও স্বাস্থ্য সহকারী রয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৩৮ জনে দাঁড়াল।
Advertisement
গত ২৪ ঘণ্টায় ২১ জনসহ এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ২৮৬ জন। এর আগে শনিবার (২৭ জুন) সদর হাসপাতালের আইসোলেশনে মারা যাওয়া শহরের পুরান বাজারের সজীব জুয়েলার্সের মালিক সন্তোষ কর্মকারের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন ১১ জন। করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ১৬ জন।
তবে এদের পরিসংখ্যান স্বাস্থ্য বিভাগের কাছে নেই। ৭৩৮ জনের আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ২৫৩ জন, রাজৈর উপজেলায় ২৩১ জন, কালকিনি উপজেলায় ১৩২ জন এবং শিবচর উপজেলায় ১১৩ জন। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ।
মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলা থেকে ৫ হাজার ৭৩২ জনের নমুনা পাঠানো হয়েছে। ফলাফল পাওয়া গেছে ৫ হাজার ৭৬ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পাঠানো হয়েছে ১৮৮ জনের। সোমবার ১৯৯ জনের ফলাফল আসে স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ২৯ জনের পজিটিভ এবং বাকিগুলো নেগেটিভ। নতুন আক্রান্তসহ ৪৪১ জন হাসপাতালের আইসোলেশন এবং হোম আইসোলেশনে রয়েছেন।
Advertisement
এ কে এম নাসিরুল হক/এএম/এমএস