জাতীয়

ভার্চুয়াল কোর্ট : নির্দেশনায় পরিবর্তন এনে খসড়া আইন পাসের সুপারিশ

প্রয়োজন অনুসারে ভার্চুয়াল আদালত চালানোর সুপারিশ করে এ সংক্রান্ত খসড়া আইন পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিয়েছে সংসদীয় স্থfয়ী কমিটি।

Advertisement

আজ সোমবার (২৯ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মতিন খসরু বিলের প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন।

সংসদে বিলটি আসার পর তা পরীক্ষা-নিরীক্ষা এবং আইন বিশেষজ্ঞদের মত নিয়ে এই সুপারিশ চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি।

সংসদে তোলা বিলের ৫ ধারায় বলা ছিল-‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বা ক্ষেত্রমত হাইকোর্ট বিভাগ সময় সময়, প্রাকটিস নির্দেশনা (বিশেষ বা সাধারণ) জারি করতে পারবে।”

Advertisement

সংসদীয় কমিটি এই ধারায় পরবির্তন আনার সুপারিশ করে প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে ওই ধারার ‘সময় সময়’ শব্দ দুটির আগে ‘প্রয়োজন অনুসারে’ শব্দগুলো যোগ করা হয়েছে।

কোভিড-১৯ মহামারির মধ্যে ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম চালানোর সুযোগ রেখে গত ৭ মে মন্ত্রিসভা এ সংক্রান্ত অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দেয়ার পর তার ভিত্তিতে ভার্চুয়াল আদালতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

নিয়ম অনুযায়ী অধ্যাদেশ জারির পর তা সংসদে তোলা হয় গত ১০ জুন। অধ্যাদেশটি আইনে পরিণত করতে হলে চলমান অধিবেশনের প্রথম বৈঠকের তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে প্রশাসনিক মন্ত্রণালয়কে জাতীয় সংসদে উপস্থাপন করে অনুমোদন করাতে হবে। না হলে ৩০ দিন অতিবাহিত হলে অধ্যাদেশটির কার্যকারিতা লোপ পাবে।

তার পরিপ্রেক্ষিতে অধ্যাদেশটি আইন হিসেবে জারি করতে গত ২৩ জুন সংসদে বিল তোলা হয়। তখন বিলটি পরীক্ষা করে ৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এরপর সংসদীয় কমিটিতে বিশেষজ্ঞদের মতামত নেয়া হয়।

Advertisement

এইচএস/এনএফ/এমকেএইচ