প্রেম করে বিয়ে করার অপরাধে মেয়েকে একমাস শিকলবন্দি করে রেখেছিলেন বাবা। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি জানতে পেরে পুলিশ মেয়েটিকে উদ্ধার ও তার বাবাকে আটক করেছে। নাটোরের গুরুদাসপুর উপজেলার নওপাড়া গ্রামে রোববার (২৮ জুন) এ ঘটনা ঘটে। শিকলবন্দি সাদিয়া ইসলাম শিমু জানান, ৫ বছর যাবৎ প্রতিবেশী বকুল মন্ডলের ছেলে মাসুদ রানার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তিন মাস আগে বাড়ি থেকে পালিয়ে গিয়ে তারা দু’জন বিয়ে করেন। এতে ক্ষিপ্ত হয়ে তার বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে স্বামী মাসুদ রানা ও শ্বশুর বকুল মন্ডলের বিরুদ্ধে অপহরণের মামলা করেন। সেই মামলায় পুলিশ ঢাকা থেকে মাসুদ রানা ও তার বাবা বকুল মন্ডলকে আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তার স্বামী ও শ্বশুরকে জেল হাজতে পাঠান এবং তাকে বাবার হেফাজতে শর্ত সাপেক্ষে হস্তান্তর করেন।
Advertisement
তিনি বলেন, তার উপর কোনো রকম চাপ সৃষ্টি কিংবা নির্যাতন যেন না করা হয় সেজন্য আদালতে নির্দেশ দেয়া হয়। কিন্তু তার বাবা তাকে বাড়িতে নিয়ে এসে প্রায় মাসব্যাপী শিকলবন্দি করে রাখেন এবং শারীরিক নির্যাতন চালান।
গুরুদাসপুর থানার ওসি মো. মোজাহারুল ইসলাম জানান, বিষয়টি জানার পর বাড়িতে অভিযান চালিয়ে সাদিয়া ইসলাম শিমুকে উদ্ধার এবং বাবা সাইফুল ইসলামকে আটক করে গুরুদাসপুর থানায় আনা হয়। পরে শিমু বাদী হয়ে তার বাবার বিরুদ্ধে নির্যাতনের মামলা করলে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, শিমু ও তার বাবাকে আদালতে পাঠানো হয়। আদতালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা পারভীন শুনানি শেষে বাবা সাইফুল ইসলামের জামিন নামঞ্জুর করে জেল হাজতে এবং শিমুকে মা শিরিনা খাতুনের জিম্মায় দেয়ার নির্দেশ দেন।
রেজাউল করিম রেজা/এফএ/পিআর
Advertisement