আন্তর্জাতিক

দ. কোরিয়ায় ফিরছে করোনার ঢেউ, নতুন শনাক্ত ৪২

দক্ষিণ কোরিয়ায় আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। ফলে, কিছুদিনের মধ্যেই সেখানে মহামারির দ্বিতীয় ঢেউ শুরুর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

সোমবার কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (কেসিডিসি) জানিয়েছে, রোববার দেশটিতে নতুন করে ৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৫৭ জন।

নতুন রোগীদের মধ্যে ৩০ জনই স্থানীয়ভাবে আক্রান্ত এবং তাদের বেশিরভাগই সিউল ও এর আশপাশের এলাকার। স্থানীয় তিনটি চার্চ থেকেই ওই এলাকায় ফের সংক্রমণ ছড়াচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নতুন রোগীদের মধ্যে বাকি ১২ জন বহিরাগত। এ নিয়ে চলতি মাসে ১২তম বার বহিরাগত রোগীর সংখ্যা দুই অংক ছাড়াল।

Advertisement

সংক্রমণ বাড়লেও দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা এখনও ২৮২ জনই রয়েছে।

কেসিডিসির তথ্যমতে, দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ডেগু শহরে এ পর্যন্ত ৬ হাজার ৯০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা দেশটির কোনও নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। এরপর সিউলে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০৫ জন, আর জিয়ংগি প্রদেশে আক্রান্ত ১ হাজার ২০০ জনের মতো।

করোনা নিয়ন্ত্রণে গত রোববার তিন ধাপের সামাজিক দূরত্ব কর্মসূচি চালু করেছে দক্ষিণ কোরিয়া। এখন চলছে প্রথম ধাপ। আগামী দুই সপ্তাহ ধরে রোগীর সংখ্যা ৫০-এর বেশি হলে দ্বিতীয় ধাপের কর্মসূচি শুরু করা হবে।

সূত্র: টিবিএস, আল জাজিরা

Advertisement

কেএএ/পিআর