আন্তর্জাতিক

নির্বাচনের জন্য প্রস্তুত আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার দেশে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন। আসাদের সঙ্গে দামেস্কে এক বৈঠকের পর রাশিয়ার সংসদ সদস্য আলেক্সান্ডার ইউসচেনকো রোববার বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। খবর ডন নিউজের।রুশ সংসদ সদস্য আলেক্সান্ডার বলেন, সিরিয়ার সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠানে বাশার আল-আসাদ প্রস্তুত রয়েছে। দেড় ঘণ্টাব্যাপী ওই বৈঠকে আসাদ বলেন, দেশের জনগণ যদি বিরোধিতা না করে তাহলে তিনি পরবর্তী নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছেন। বৈঠকে রুশ সাংসদ ছাড়াও আরো অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।একইসঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির সাংবিধানিক সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে তার আগ্রহের কথা জানিয়েছেন। সিরিয়ায় নির্বাচন অনুষ্ঠানের এই ঘোষণার মাধ্যমে পশ্চিমা বিশ্ব ও তাদের সমর্থিত বিদ্রোহীদেরকে আসাদ সরকারের সফলতা নিয়ে এক ধরনের ঈঙ্গিত দেয়া হলো। এর আগে, পশ্বিমা রাষ্ট্রগুলো ও তাদের সমর্থিত বিদ্রোহীরা দেশটিতে সরকার ব্যর্থ হবে বলে যে ঘোষণা দিয়েছিলো তাদেরকে আসাদের সাফল্যের জানান দিতে নির্বাচন অনুষ্ঠানের এ ঘোষণা দেওয়া হলো। রাশিয়া গত মাসে সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গি ও অন্যান্য বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা শুরু করে। এর আগে থেকেই মার্কিন নেতৃত্বাধীন জোট দেশটিতে আইএসের ওপর হামলা চালিয়ে আসছে। তবে সিরিয়ায় রুশ বিমান হামলা শুরুর পর আইএস জঙ্গিদের শক্তি আগের চেয়ে দুর্বল হয়ে পড়েছে বলে বিশ্লেষকরা বলছেন।সিরিয়ায় গত সাড়ে চার বছরের যুদ্ধে এখন পর্যন্ত অন্তত আড়াই লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া গৃহহীন হয়েছে পড়েছে আরো অন্তত কয়েক লাখ মানুষ। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো গত মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ মস্কো সফর করেন আসাদ। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠক করেন তিনি। এসআইএস/আরআইপি

Advertisement