কক্সবাজারের রামুর পাহাড়ি ইউনিয়ন ঈদগড়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত ১০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ এ সকল তথ্য জানিয়েছেন। গ্রেফতারদের মধ্যে ডা. মহিউদ্দিন, মুহাম্মদ কালু, সাহেদ হোসেন ও মুহাম্মদ সেলিম অন্যতম। ওসি জানান, রামুর পাহাড়ি ইউনিয়ন ঈদগড় ও বান্দরবানের বাইশারী যাওয়ার একমাত্র পথ ঈদগাঁও-ঈদগড় সড়ক। এ সড়কের শুরু কক্সবাজার সদরের ঈদগাঁও বাসস্টেশন থেকে। এখান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী যানবাহনগুলোকে পাহাড়ি ঢালুতে অস্ত্রের মুখে থামিয়ে ব্যবসায়ী, শিক্ষক ও প্রবাসীসহ নানা শ্রেণি ও পেশার মানুষকে অপহরণ করে গভীর বনে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ আদায় করে তারা।এদিকে, দুর্গম এলাকা হওয়ায় এদের ধরা কষ্টসাধ্য হয়ে পড়ে আইন প্রয়োগকারী সংস্থার। কিন্তু পুলিশ কখনো বসে থাকেনি। তাদের হয়ে কারা সমতলে টাকা লেনদেন করছে তাদের সনাক্ত করতে মাঠে নামে পুলিশ। শুক্রবার রোগীর সঙ্গীদের অপহরণের পর পুলিশ চিরুনি অভিযানের সিদ্ধান্ত নেয়। এর আলোকে ৭০-৮০ জনের একটি দল কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পুরো পাহাড়ি এলাকায় রাতে অভিযানে নামে। সম্ভাব্য সকল এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত ও পরিচিত ১০জনকে আটক করা হয়। আটকদের মধ্যে অপহরণকারীদের সোর্স, টাকা লেনদেনকারী, ডাকাতদের হয়ে আদালতে তদবিরকারীসহ ডাকাতও রয়েছে। তবে পুলিশি অভিযান টের পেয়ে সশস্ত্র অপরাধীরা পালিয়ে যান বলে উল্লেখ করেন তিনি। অভিযানের একটি ভাগের নেতৃত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, গ্রেফতার হওয়াদের মধ্যে ডা. মহিউদ্দিন অপহরণ ও ডাকাতির নেপথ্যে যোগান দাতা। তিনি অপহরণকারীদের হয়ে টাকা লেনদেন ও গ্রেফতার হওয়া ডাকাতদের কারাগার থেকে ছাড়াতে তদবির করে থাকেন বলে প্রমাণ পেয়েছে পুলিশ। তাকে রিমান্ডে এনে আসল অপহরণকারীদের সনাক্ত করতে চেষ্টা চালানো হবে বলে উল্লেখ করেন তিনি। কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, পুলিশ অপহরণ ও ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে। এদের নিজেদের সংশ্লিষ্টতা ও অন্যদের ব্যাপারে তথ্য যাচাই বাছাই চলছে। অপহরণ বন্ধে অপরাধীদের ব্যাপারে পরবর্তীতে আরো কঠিন অভিযানের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।সায়ীদ আলমগীর/এসএস/এমএস
Advertisement