টেস্টে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ছক্কার মালিক হলেন মিসবাহ-উল-হক। দুবাই টেস্টে তার সামনে ছিলেন ৬০টি ছক্কা হাঁকানো ইউনিস খান। তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। সেই সঙ্গে তার সতীর্থ ইউনিস খানকে পেছনে ফেলে সর্বোচ্চ ছক্কার মালিক বনে যান মিসবাহ। ৬০টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইউনিস। আর মিসবাহর ছক্কার সংখ্যা গিয়ে দাঁড়ালো ৬৪-তে।তবে সব দেশ মিলিয়ে ১০০ ছক্কা হাঁকিয়ে সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক এডাম গিলক্রিস্ট। এই তালিকায় বিশ্বের মধ্যে ১৮ তম স্থানে রয়েছেন মিসবাহ। টেস্টে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক (শীর্ষ পাঁচ):খেলোয়াড় ম্যাচ ইনিংস ছক্কা চারমিসবাহ-উল-হক ৬০ ১০৪ ৬৪ ৪২৯ইউনিস খান ১০৩ ১৮৪ ৬০ ৯৭১ওয়াসিম আকরাম ১০৪ ১৪৭ ৫৭ ৩২৪ইমরান খান ৮৮ ১২৬ ৫৫ ৩১৬শহিদ আফ্রিদি ২৭ ৪৮ ৫২ ২২০আরটি/জেডএইচ/এমএস
Advertisement