জাতীয়

করোনাকালে জরুরি ক্রয় প্রক্রিয়া সম্পর্কে অর্থ বিভাগের নির্দেশনা

করোনা সংক্রান্ত সকল ক্রয় কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে অর্থ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়েছে।

Advertisement

গত ২৩ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, পাবলিক প্রকিউরমেন্ট এক-২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০০৮ যথাযথভাবে অনুসরণ করতে হবে। টেন্ডার আহ্বান, দরপত্র মূল্যায়ন ও কার্যাদেশ প্রদানের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে হবে। যে ঠিকাদারকে কার্যাদেশ প্রদান করা হবে তার বিস্তারিত পরিচয় এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানা সুবিধাভোগীদের বিস্তারিত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে যা মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অডিটের আওতাভুক্ত হবে এবং অনুমোদিত কার্যাদেশের আওতায় ক্রয়কৃত দ্রব্য-সামগ্রী গ্রহণ সংক্রান্ত ফিজিক্যাল ভেরিফিকেশন ইন ইনভেন্টরি নিয়মে প্রামাণিক দলিল হিসেবে সংরক্ষণ করতে হবে। কোনো নির্দেশনা শিথিল করার প্রয়োজন হলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।

এমইউ/এএইচ/পিআর

Advertisement