করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক কার্যনিবাহী কমিটির সদস্য (ইসি মেম্বার) ও সুপ্রিম কোর্টের আইনজীবী আবু বকর সিদ্দিক।
Advertisement
রোববার (২৮ জুন) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাহে রাজিউন)। তিনি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার বাসিন্দা। তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা আইনজীবী সমিতির দফতর সম্পাদক এইচ এম মাসুম।
তিনি বলেন, ১৯৪৬ সালে শরীয়তপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেন। ঢাকা আইনজীবী সমিতির সদস্য তালিকাভুক্ত হন ১৯৮৮ সালের ২৭ এপ্রিল। তিনি ঢাকা আইনজীবী সমিতির সাবেক কার্যনিবাহী কমিটির সদস্য ছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
Advertisement
জেএ/জেডএ/জেআইএম