দেশজুড়ে

মানবতাবিরোধী অপরাধে ৫ জনের বিরুদ্ধে মামলা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় পার্টির সাবেক এমপি আনিসুর রহমান মানিকসহ পাঁচজনের বিরুদ্ধে ময়মনসিংহের ৩ নং আমলি আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিঠফুল ইসলামের আদালতে ত্রিশাল উপজেলার বারই গ্রামের হাফিজ উদ্দিন, নজর উদ্দিন এ মামলা দায়ের করেন। মামলার আরজিতে বলা হয়েছে, ১৯৭১ সালের ১০ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ হামনকে নিজ বাড়ি থেকে রাজাকাররা ধরে আহাম্মদাবাড়ি রাজাকার ক্যাম্পে নিয়ে নির্যাতন করে। ওইদিন রাত ৮ টায় তৎকালীন রাজাকার কমান্ডার আনিসুর রহমান মানিক রাইফেল দিয়ে বুকে গুলি করে মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ হামনকে হত্যা করে। আরজিতে মামলার বাদি নিজেকে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে পরিচয় দিয়েছেন। বাদীর পক্ষে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, অ্যাডভোকেট পিযুষ কান্তি সরকার ও অ্যাডভোকেট সাদিয়া আফসানা লিনা মামলাটি আদালতে উপস্থাপন করেন।আতাউল করিম খোকন/এসএস/এমএস

Advertisement