জাতীয়

চট্টগ্রামে করোনা চিকিৎসার কান্ডারি ডা. আব্দুর রবও আক্রান্ত

চট্টগ্রামে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার কান্ডারি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটের সমন্বয়ক ডা. আব্দুর রব করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

Advertisement

রোববার (২৮ জুন) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. জামাল মোস্তফা।

তিনি বলেন, ‘শনিবার নমুনা পরীক্ষার রিপোর্টে ডা. আব্দুর রবের রিপোর্ট পজেটিভ এসেছে। উনার শারীরিক অবস্থা স্থিতিশীল। কিছুদিন আগে তার স্ত্রী ডা. ফিরোজা মেহের করোনায় আক্রান্ত হন। বর্তমানে উনারা দুজন বেসরকারি হাসপাতাল ডেলটা হেলথ কেয়ারে চিকিৎসাধীন আছেন।’

প্রসঙ্গত, ডা. আব্দুর রবকে বলা হয় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রথম সারির কান্ডারি। গত ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার নেতৃত্বে করোনা রোগীদের চিকিৎসা চলে আসছে। তখন থেকে জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

Advertisement

জেডএ/পিআর