জাতীয়

রাজধানীতে বাসায় মিলল গলিত লাশ

রাজধানীর ভাটারার পূর্ব সাঈদনগর এলাকার একটি বাসা থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির বয়স হবে আনুমানিক ৪৫ বছর। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।

Advertisement

শনিবার (২৭ জুন) রাত সাড়ে ১২টার দিকে পূর্ব সাঈদনগর মসজিদ গলির একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজামান জানান, ‘একটি তৃতীয় তলা বাসার দ্বিতীয় তলার একটি রুমের খাটের নিচ থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।’

Advertisement

এসআর/পিআর